দুবেলা, বিজয় হালদারঃ ভারতীয় ব্যাটার সরফরাজ খানের ক্রিকেট দক্ষতা নিয়ে কখনও কোনো প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল তাঁর শরীর নিয়ে, তাঁর ফিটনেস নিয়ে। বছরের পর বছর ঘরোয়া ক্রিকেট ম্যাচে ঝুড়ি ঝুড়ি রান করে গেছেন, তবুও জাতীয় দলে জায়গা পাকাপাকি ভাবে নিশ্চিত করতে পারেননি। কারণ ওই একটাই ফিটনেস, কিন্তু এবার যেনো সব সমালোচনার এবং প্রশ্নের উত্তর দিচ্ছেন নিজেকে পাল্টেই।
দুই মাসে ১৭ কেজি ঝড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন সমালোচকদের। এখন তিনি একজন ভিন্ন সরফরাজ, ছিপছিপে এবং ফিটনেস নিয়ে প্রস্তুত ভবিষ্যত প্রজন্মের অন্যতম তারকা। তাঁর এই ফিটনেস যেনো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন নির্বাচকদের দিকে। এই ফিটনেসের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রান করার পরও ভারত দল থেকে বাদ পড়তে হয় সরফরাজ খানকে।
গত অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের অংশ ছিলেন সরফরাজ, কিন্তু কোচ গৌতম গম্ভীর ওয়াশিংটন সুন্দরকে বেছে নেওয়ায় তিনি কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি, রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছে এই তারকাকে, জায়গা হয়নি প্রথম একাদশে। ফিটনেস, বিশেষ করে ওজন নিয়ে ২৭ বছর বয়সী এই ক্রিকেটার দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছেন। কিন্তু এই সমালোচকদের জবাব দিয়েছেন নিজেকে বদলে, ঘাম ঝড়িয়ে। তিনি গণমাধ্যম কে জানিয়েছেন তিনি তাঁর পছন্দের খাবার বিরিয়ানি, চিকেন খাওয়া ছেড়েছেন এবং তার পাশাপাশি ছেড়েছেন ভাত, রুটিও।
অর্থাৎ তাঁর খাদ্য তালিকায় কোনো কার্বোহাইড্রেড জাতীয় কিছু থাকতো না। ইংল্যান্ডের মাটিতে ব্যার্থ সাই সুদর্শন, ছন্দ খুঁজে পাচ্ছেন না করুন নায়ার, এমন পরিস্থিতিতে সরফরাজ খানের কঠোর পরিশ্রম এবং ব্যাটিং দক্ষতা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এবার কি সময় আবারও নিজেকে প্রমাণ করার যে কেনো তিনি ভবিষ্যতের একজন অন্যতম তারকা।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ