দুবেলা, স্বর্ণেন্দু হালদারঃ ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডি এল এড ) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট কোর্সটি করার সুযোগ পাবে উচ্চ মাধ্যমিকে পাস করা সকল ছাত্র-ছাত্রী। পর্ষদ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নাম্বার থাকা বাঞ্ছনীয়। এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা ও আবেদনের সুযোগ পাবে। তবে SC,ST দের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় থাকছে।
২০২৫-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী ছাত্র-ছাত্রীরা অনলাইনে আবেদন জমা করতে পারবে। আবেদনের শেষ তারিখ ২০ জুলাই। পর্ষদের ওয়েবসাইট (wbbpe.wb.gov.in ) -এর মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। আবেদন করতে ছাত্র-ছাত্রীদের বয়সের প্রমাণপত্র, উচ্চ মাধ্যমিক মার্কশিট, পাসপোর্ট ছবি সহ অন্য আরও বেশ কিছু শংসাপত্র আপলোড করতে হবে। ও আবেদন পত্রের মূল্য থাকছে ১০০০ টাকা।
আবেদনের বাছাই পর্ব ২১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে। মেধা তালিকা ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত দেখার সুযোগ থাকছে। এবং 12 আগস্ট এর মধ্যে ভক্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অনুমোদিত এবং পর্ষদ কর্তৃক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ানো হবে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ