দুবেলা, রিয়া বিশ্বাস: স্কুলে সামান্য দেরিতে আসায় স্কুল থেকে ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় চরম সিদ্ধান্ত নিল ছাত্রীরা। সোমবার সকালে জলপাইগুড়ির সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের ঘটনা। বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়ল কয়েকজন ছাত্রী। স্কুল কর্তৃপক্ষের কড়া নিয়ম এবং তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে দাবি পড়ুয়াদের।
জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ কিছু ছাত্রী স্কুলে পৌঁছায়। কিন্তু নির্ধারিত সময়ের কিছুটা পরে পৌঁছনোয় তাঁদের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়। তাতেই ক্ষুব্ধ হয়ে ছাত্রীদের একাংশ স্কুল গেটের বাইরে তালা ঝুলিয়ে দেয় এবং স্লোগান দিতে শুরু করে। পরে অভিভাবকরাও ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
ছাত্রীদের অভিযোগ, “মাত্র কয়েক মিনিট দেরি হলে স্কুলে ঢুকতে দিচ্ছে না। এমন কড়া নিয়মে পড়াশোনা কি করে সম্ভব?” অপরদিকে, স্কুলের প্রধান শিক্ষক জানান, “নিয়ম মেনেই স্কুলে আসতে হবে। শৃঙ্খলা বজায় রাখতে কিছু কড়াকড়ি তো করতেই হয়।” যদি এখন ছাড় দিয়ে দেওয়া হয় তাহলে পরবর্তীতে আরও ছাত্র ছাত্রীরা এই সুযোগটি ব্যবহার করবে। এবং নিয়মের বাইরে গিয়ে দেরি করে বিদ্যালয়ে আসবে।
পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্কুল কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে ছাত্রীরা তালা খুলে নেয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ির শিক্ষা মহলে শুরু হয়েছে জোর আলোচনা ছাত্র-শৃঙ্খলা না অধিকার, কোনটা বেশি জরুরি?
এই ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের পাশে দাঁড়িয়েছেন জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) বালিকা গোলে। তিনি বলেন, ‘স্কুলের নির্দেশ মানা পড়ুয়াদের কর্তব্য। এদিন যেসব ছাত্রী স্কুলের গেটে তালা লাগিয়েছে, তারা অবশ্যই অন্যায় করেছে।’বিদ্যালয়ের নিয়ম প্রত্যেক ছাত্রছাত্রীর মানতে হবে। এবং অন্যদেরও মানতে উদ্বুদ্ধ করতে হবে।ছাত্রীদের এইধরণের বেআইনি কাজ আর করা উচিত নয়।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ