দুবেলা, রিয়া বিশ্বাস: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা পরিষ্কার করার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নামক এই বিশেষ অভিযানের আওতায় ইতিমধ্যে রাজ্যের ৭.৮৯ কোটি ভোটারের মধ্যে প্রায় ৬.৬০ কোটি ভোটারের যাচাইকরণ সম্পন্ন হয়েছে। এই যাচাইয়ে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য কমপক্ষে ৩৫.৫ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নামগুলির মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন, কেউ স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গেছেন, আবার কারও নাম তালিকায় একাধিকবার রয়েছে। এছাড়াও কিছু ক্ষেত্রে জাল নথিপত্র ব্যবহার করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও প্রমাণ মিলেছে। এসব কারণেই এই বিপুল সংখ্যক নাম বাতিল করা হচ্ছে। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়তে যাওয়া ভোটারদের মধ্যে প্রায় ১২.৫ লক্ষ ব্যক্তি মৃত বলে চিহ্নিত হয়েছেন, প্রায় ১৭.৫ লক্ষ ভোটার অন্যত্র সরে গেছেন এবং প্রায় ৫.৫ লক্ষের নাম তালিকায় ডুপ্লিকেট হিসেবে ধরা পড়েছে। তাছাড়াও বাংলাদেশ, নেপাল ও মায়ানমার থেকে আগত কিছু বিদেশি নাগরিকের নামও ভোটার তালিকায় থাকার প্রমাণ মিলেছে, যাদের নাম যাচাই শেষে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধীদলগুলোর অভিযোগ, এই উদ্যোগে অনেক প্রকৃত ভোটারও তালিকা থেকে বাদ পড়তে পারেন। অন্যদিকে, নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকাকে নিখুঁত ও স্বচ্ছ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে ১ আগস্ট, ২০২৫-এ। ভোটার তালিকা সংশোধনের জন্য নাগরিকদের ২৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপরে চূড়ান্ত তালিকা প্রকাশ ও আপত্তি গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ