দুবেলা, রিয়া বিশ্বাস: বলিউডে প্রথমবারের মতো বড়পর্দায় সালমান খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে। ২০২০ সালের গালওয়ান উপত্যকার ঐতিহাসিক সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হতে চলেছে সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’, যা পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এই ছবিতেই মুখ্য নারী চরিত্রে অভিনয়ের জন্য চিত্রাঙ্গদাকে বেছে নেওয়ার খবর নিজেই নিশ্চিত করেছেন পরিচালক।
এই সিনেমায় সালমান খান অভিনয় করছেন একজন ভারতীয় সেনা অফিসারের ভূমিকায়। আর চিত্রাঙ্গদার চরিত্রটি একজন সেনা পরিবারের মেয়ে, যিনি ছোটবেলা থেকেই সেনানায়কদের আদর্শ ও শৃঙ্খলায় বেড়ে উঠেছেন। পরিচালক অপূর্ব জানিয়েছেন, চিত্রাঙ্গদার ব্যক্তিত্বে রয়েছে একধরনের ভারসাম্য—যেখানে রয়েছে সংবেদনশীলতা ও দৃঢ়তা, যা এই চরিত্রের জন্য একেবারে নিখুঁত।
চিত্রাঙ্গদা সিং নিজেও জানিয়েছেন, সালমানের সঙ্গে কাজ করার সুযোগ বহু বছর আগে এসেছিল, তবে তা শেষ পর্যন্ত হয়নি। সলমন সেই সময় বলেছিলেন, “আগামীবার অবশ্যই একসঙ্গে কাজ করব।” অবশেষে সেই প্রতিশ্রুতি রক্ষা করে এবার তাঁকে পাশে পাচ্ছেন চিত্রাঙ্গদা। ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমাটি গালওয়ান উপত্যকার সংঘর্ষের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেখানে ভারতের ২০ জন সাহসী সেনা শহিদ হয়েছিলেন। নির্মাতারা এই ছবির মাধ্যমে সেই বীরত্ব, আত্মত্যাগ এবং জাতীয়তাবোধকে স্মরণ করাতে চান।
ছবিটির সংগীত পরিচালনা করছেন হিমেশ রেশমিয়া। সিনেমার শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে বলে জানা গেছে। মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ