শিলিগুড়িতে ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: শিলিগুড়ি শহরের বাগরাকোট ও টিকিয়া পাড়ার দুই গোষ্ঠীর মধ্যে এক ক্রিকেট ম্যাচের ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে তুমূল বচসা। বুধবার বিকেলে ম্যাচের ফল নিয়ে শুরু হওয়া বিবাদ সেই সাথে উগ্র রূপ ধারণ করে, দুই পক্ষজন লাঠি ও পাথর নিক্ষেপে লাগায়। ঘনবসতিপূর্ণ এলাকায় দোকানপাট, অটোরিকশা, টোটো ভ্যান ভাংচুর করা হয়। রাস্তা-ঘাটে চলা সাথী-পরিবার আক্রমণের শিকার হয়। এই ঘটনায় এক মহিলা ও এক শিশু আহত হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ।

বাগরাকোট-টিকিয়া পাড়ার উভয় ফ্রন্ট থেকে হাজারো যুবক সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতির জেরে পুলিশ এসে প্রথমে শান্তিপূর্ণ চেষ্টা চালায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়া হয় । উল্টো দিকে পুলিশকে তাক করে ইট বৃষ্টি করা হয়। চারিদিকে পাথর ইট ছড়িয়ে পড়তে দেখা যায়। ঘটনায় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার জন্য অতিরিক্ত পুলিশ, টহল দায়িত্বে নিয়োজিত করা হয়েছে । শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর, ডিসিপি রাকেশ সিং সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা স্থিত হয়। এখন চালু হয়েছে পর্যাপ্ত টহল ও পুলিশি ব্যবস্থা। স্থানীয় প্রশাসন সক্রিয়ভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে ।

আহতদের আশঙ্কাজনক অবস্থা না হওয়ায় এখন পর্যন্ত কাউকে স্থায়ীভাবে গ্রেপ্তার বা আহতের সংখ্যা ছড়িয়ে পড়েনি। তবে পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে ও প্রয়োজন হলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে, শুধুমাত্র ক্রিকেট ম্যাচের ফলাফল নিয়ে ভুল বোঝাবুঝিই উত্তেজনার মূল কারণ। তবে পুলিশ মনে করছে, সামান্য গণ্ডগোল নিয়ন্ত্রণে না নেওয়া হলে বৃহত্তর অশান্তি সৃষ্টি হতে পারতো। এ ঘটনায় ওই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।তাই এখন থেকে নিয়মিত টহল তদারকি চলছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

Related posts

Leave a Comment