দুবেলাঃ রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হল একুশে জুলাই এর পোস্টার। মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া হল। আনোয়ার শাহ কানেক্টর এর ওপর জনপ্রিয় বাজারের উল্টো দিকের ঘটনা। শীতলা মন্দির এর কাছে মন্ডল ব্রিজ সহ এলাকায় একুশে জুলাই এর পোস্টার লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা।
সেখানেই একের পর এক পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। রাতের অন্ধকারে ছেঁড়া হয় মুখ্যমন্ত্রীর ছবি। এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ বিজেপি ও সিপিএমের দিকে।
গরফাধানায় অভিযোগ দায়ের করলেন এলাকার কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর সহ তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। থানায় জমা দেওয়া হলো সিসিটিভি ফুটেজ।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ