দুবেলা, রিয়া বিশ্বাস: জলপাইগুড়িতে দুটি হোমের দুই কন্যার বিবাহ নিয়ে ব্যাপক তোর জোর শুরু হয়েছে হোম কর্তৃপক্ষদের মধ্যে। ছোটো বেলা থেকেই হোমে কাটানো জীবন। পরিবারের তেমন নিজের বলতে কেউ নেই বললেই চলে। হোমেই বড়ো হয়ে ওঠা, ১৮ বছর বয়স অবদি একটি হোমে কাটানো। তারপর পরিবর্তিত হয়ে অন্য একটি জায়গায়। তবে এবার তাদের বিবাহের পালা। দুই হোম কন্যাই নিজের পরিবার পাবে। এই খুশিতেই ধুমধাম করে আয়োজন করতে চলেছে হোমেই বিবাহ অনুষ্ঠান।
পাত্র পছন্দ,থেকে শুরু করে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হোম থেকেই বিয়ে হচ্ছে তাঁদের। বিয়ের কেনাকাটা থেকে নেমন্তন্ন, ভুরিভোজের আয়োজন, সবটা সারতে গিয়ে হোম কর্তৃপক্ষের ব্যস্ততা এখন তুঙ্গে। জলপাইগুড়ি জেলার ‘নিজলয়’ হোমে ২০১৭ সাল থেকে রয়েছেন সোনালী। সেখানে পড়াশোনা শেখা এমনকি সেলাই কাজও শিখেছেন সোনালী। রবিবার অর্থাৎ ৬ জুলাই তার বিবাহ হতে চলেছে জলপাইগুড়ির কোণপাকরির বাসিন্দা, চা বাগানের শ্রমিক সুজিত রায়ের সঙ্গে। অন্যদিকে জলপাইগুড়ি জেলার ‘অনুভব ‘হোমে ৯ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে শ্রাবনী। শ্রাবনীর বিয়ে হচ্ছে জলপাইগুড়িতেই বেসরকারি সংস্থার কর্মী ঋজুর সঙ্গে।
সোনালী এবং শ্রাবনীর বিবাহকে কেন্দ্র করে এক খুশির আমেজ দেখা যাচ্ছে দুটি হোমে। জলপাইগুড়ি জেলা শিশুসুরক্ষা আধিকারিক সুদীপ ভদ্র বলেন, ‘হোমের দু’টি মেয়ের বিয়ে হচ্ছে। তারা নতুন পরিবার পাচ্ছে। এর চেয়ে খুশির খবর আমাদের কাছে কী হতে পারে!’ নিজের পরিবার না থাকা সত্ত্বেও,হোমে থেকে পড়াশোনা, কাজ সব কিছু শিখে আজ নিজের একটি নতুন পরিবার পাওয়া এর থেকে বড়ো আনন্দ হয়ত হয় না।
Photo Courtesy: bongbride

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ