গাইঘাটায় গ্রেপ্তার ভুয়ো পুলিশ

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: গাইঘাটা থানা সংলগ্ন শিমুলপুর এলাকায় ভুয়ো পুলিশ হিসেবে গ্রেপ্তার করা হলো এক যুবককে। ধৃতের নাম অঙ্কিত ঘোষ। নিজেকে কনস্টেবল হিসেবে পরিচয় দিত সব জায়গায়। প্রতিবেশী থেকে শুরু করে বন্ধুবান্ধব সকলেই জানে যে অঙ্কিত পুলিশের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। তবে কেউ কিন্তু তার রেজাল্ট ক্ষতিয়ে দেখেননি। পরনে পুলিশের পোশাক, হাতে লাঠি, নামের প্লেট সমস্ত কিছুই ঠিক যেমনটা একজন সত্যিকারের কনস্টেবল এর কাছে থাকে। অঙ্কিতের গাড়িতে পর্যন্ত পুলিশ লেখা ছিল। তিনি একাধিকবার পুলিশের পোশাক পড়ে বাড়ি থেকে বেরিয়েছেন। এমনকি সামাজিক মাধ্যমেও বহু ছবি পোস্ট করা রয়েছে পুলিশ সাজে।

পরিবার সূত্রে খবর অঙ্কিত কনস্টেবল এর পরীক্ষা দিয়েছিল। আর পরীক্ষার ফলাফলের সময় অঙ্কিত নিজেই তার পরিবারকে জানায় যে সে চাকরি পেয়েগেছে। এটাও জানায় যে তার পোস্টিং পড়েছে বিকাশ ভবনে। গত এক বছর ধরেই সে নাকি কনস্টেবলের চাকরি করে যাচ্ছেন। গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যান ডিউটিতে।

তবে মিথ্যা আর কতদিন। গোপন সূত্রে খবর পায় গাইঘাটা থানার পুলিশ। খবর পাওয়া মাত্রই প্রথমে অঙ্কিত কে ডেকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের প্রাথমিক তদন্তে পাওয়া যায় এখনো পর্যন্ত কোন থানার সঙ্গে যুক্ত নেই অঙ্কিত ঘোষ। অঙ্কিত যে সত্যিই কনস্টেবল তার কোন প্রমাণ দিতে পারেননি পুলিশের কাছে। অথচ বহু জাল নথি উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। এই ঘটনার ফলে অঙ্কিতকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ।

বর্তমানে এই ভুয়ো পুলিশ সাজার পিছনে আসল রহস্য ক্ষতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠছে কি করে সে একটি বছর পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে রইলো। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে কোনো জায়গায় টাকা তোলা বা অনৈতিক আর কোনো কাজে যুক্ত ছিলেন কিনা।ঘটনার জেরে ওই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Related posts

Leave a Comment