পদ্মভূষণে সম্মানিত অভিনেতা ভিক্টর ব্যানার্জি ও উস্তাদ রশিদ খান!

Spread the love

দুবেলাঃ ৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হল পদ্ম সম্মানে সম্মানিতদের নাম! আর এই  বছর সেই তালিকায় বাংলা থেকে রয়েছেন অভিনেতা ভিক্টর ব্যানার্জি। প্রবীণ এই অভিনেতা সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে। বর্তমানে উত্তরাখণ্ডের বাসিন্দা ভিক্টর ব্যানার্জি। দীর্ঘদিন পর অভিনয়ের জন্য ফের বাংলায় এসেছেন তিনি। তথাগত ভট্টাচার্যের আকরিক ছবিতে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে সেই ছবিতে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সাতের দশকে সিনেমায় অভিনয় শুরু করেন ভিক্টর। দেশে বিদেশে বহু জায়গায় বিশেষভাবে সমাদৃত হয়েছে তাঁর ছবি।

পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ পেয়েছেন দুই বাঙালি। অন্যজন হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও তিনি এই সম্মান ফিরিয়ে দিয়েছেন। এছাড়াও শিল্পকলায় অবদানের জন্য পদ্ম সম্মান পেয়েছেন ধ্রপদী সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান। পদ্ম সম্মান পেয়ে আপ্লুত রশিদ খান জানিয়েছেন, বাংলা থেকেই আমি সব কিছু পেয়েছি। আমার খুব ভালো লাগছে, এটা আমার নয়, বাংলার সম্মান। শ্রোতারা আর সঙ্গীত এই সম্মান পেয়েছে। নিজের মা-বাবা, গুরুর কথা মনে পড়ছে। ওঁদের এই সম্মান আমি উৎসর্গ করব। সমানভাবে গর্বিত আমার স্ত্রীও।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment