দুবেলা, নেহা ব্যানার্জী (সম্পাদনা- মনোমিতা কুন্ডু): ভারতের সুনির্দিষ্ট সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ সফলভাবে পরিচালিত হওয়ার পর, ৭ই মে রাত ৯টার কিছু পরে পাকিস্তানি সেনাবাহিনী জম্মু অঞ্চলে একটি প্রবল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই সাইরেন বেজে ওঠে এবং পুরো এলাকা তাত্ক্ষণিকভাবে ব্ল্যাকআউট হয়ে যায়। মোবাইল পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে স্থানীয় বাসিন্দারা পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। গত এপ্রিল মাসে ভারতে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে বিস্ফোরক মোড় নিয়েছে। ৭ই মে ভারত “অপারেশন সিন্দুর” চালিয়ে সীমান্তপারের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে। এর পরদিন রাতেই পাকিস্তান জম্মু ও কাশ্মীরের কিছু অংশে হঠাৎ করে গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর.এস.পুরা, আর্নিয়া, সাম্বা এবং হিরানগর সেক্টরে অতিমাত্রায় গোলাবর্ষণ চলছে। সেনা সূত্র জানিয়েছে, ওই চারটি এলাকায় ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র ভারতীয় বায়ুসেনা দ্রুত প্রতিরোধ করে সফলভাবে নিষ্ক্রিয় করে দেয়। রাত ৯টার আগে জম্মুতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটার পরই সক্রিয় হয় প্রতিরক্ষা ব্যবস্থা। কিছু সময়ের মধ্যেই মোবাইল ও বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের পাঠানো মোবাইল ভিডিওতে আকাশে আলো ও ধোঁয়ার রেখা দেখা গেছে, যা স্পষ্ট করে যে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে।
জম্মু ও কাশ্মীরের সীমান্ত অঞ্চল এখন সম্পূর্ণ অন্ধকারে। পাশাপাশি পাঞ্জাবের ফিরোজপুর ও গুরুদাসপুর এবং রাজস্থানের কিছু এলাকাতেও সতর্কতামূলক ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। সরকার জানিয়েছে, এই আক্রমণগুলির উদ্দেশ্য ছিল উত্তেজনা সৃষ্টি নয়, বরং নির্ভুল ও সীমিত প্রতিরক্ষা পদক্ষেপ। সকালেই পাকিস্তান শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা ও চন্ডীগড়সহ ১৫টি শহরে ভারতীয় সামরিক ঘাঁটির উপর হামলা চালানোর চেষ্টা করলেও সেগুলি ব্যর্থ হয়েছে। এর প্রতিক্রিয়ায় ভারত লাহোরসহ একাধিক এলাকায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “ভারতীয় সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ — তবে পাকিস্তানের তরফেও সেই দায়িত্বপূর্ণ মনোভাব প্রত্যাশিত।”

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ