দুবেলা, হিন্দোল সেন চট্টোপাধ্যায়: একটি বল, একটু জল আর খেলার অশেষ আনন্দ—এই ছবিতে ধরা পড়েছে ছোটবেলার এক চেনা গল্প। নদীর ধারে এক অল্প বয়সী ছেলে মনের আনন্দে ফুটবল নিই খেলছে, চারপাশে ছিটিয়ে পড়ছে জল। তার চোখেমুখে খেলার উচ্ছ্বাস, যেন এই মুহূর্তটাই তার জন্য পুরো পৃথিবী। আজকাল মোবাইল আর ভিডিও গেমের যুগে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। অথচ একসময় এটা ছিল আমাদের ছোটবেলার রোজকার ছবি — নদীর ধারে খেলাধুলা, বন্ধুদের সঙ্গে জল ছিটিয়ে হেসে নেওয়া।
ছবির পেছনে আছে শহরের ঝাপসা কোলাহল,নদীর ওপারে ব্যস্ত শহর,কলকারখানার ধোঁয়া, আর সামনে শিশুর খোলা মনের খেলা। যেন একদিকে ব্যস্ততা, অন্যদিকে আনন্দের ছোটবেলা। এই ছবি আমাদের মনে করিয়ে দেয় — জীবনের সুন্দর মুহূর্তগুলো খুব সহজ জিনিসে লুকিয়ে থাকে। নদীর জল, একটা বল, আর একটুকরো মুক্ত সময় — এতেই গড়ে ওঠে আসল আনন্দ।
আমরা যেন আমাদের বাচ্চাদের আবার প্রকৃতির কাছে ফিরিয়ে দিই, মোবাইলের বাইরে এনে খেলাধুলার সেই খোলা জগতে নিয়ে যাই। কারণ, ছোট ছোট খুশি এবং প্রকৃতির মাঝেই তো লুকিয়ে থাকে জীবনের বড় সুখ।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ