ভারতীয় বায়ুসেনার বড়সড় সামরিক মহড়া রাজস্থানে

Spread the love

দুবেলা , হিন্দোল সেন চট্টোপাধ্যায়: ভারতীয় বায়ুসেনা রাজস্থানে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানের সঙ্গে বড় পরিসরে সামরিক মহড়া বা ওয়ার গেমস চালাবে আজ সন্ধ্যায় জারি করা একটি NOTAM (নোটিশ টু এয়ারমেন)-এ এই তথ্য জানানো হয়েছে।  এই মহড়া শুরু হবে বুধবার রাত ৯টা থেকে এবং চলবে শুক্রবার ভোর ৩টা পর্যন্ত।

এই সময়সীমার মধ্যে সীমান্তের কাছাকাছি বিমানবন্দরগুলো থেকে ছেড়ে যাওয়া বা সেখানে অবতরণ করা ফ্লাইট বন্ধ থাকবে। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, এটি একটি পূর্বনির্ধারিত নিয়মিত প্রশিক্ষণ মহড়া। তবে এই মহড়াকে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ভারতের শক্তি প্রদর্শনের অংশ হিসেবেও দেখা হচ্ছে বিশেষ করে গত মাসের পাহেলগাম হামলার পর।

এই মহড়ার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে সিভিল ডিফেন্স বা অসামরিক প্রতিরক্ষা মহড়াও শুরু হয়েছে সম্ভাব্য শত্রু সামরিক হামলার পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কতটা কার্যকর হবে, তা যাচাই করতেই এই প্রস্তুতি। এই ধরনের অসামরিক প্রস্তুতি ১৯৭১ সালের পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর এই প্রথম দেখা গেল। এই মহড়া প্রায় ৩০০টি স্থানে হবে, যার মধ্যে দিল্লিও রয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment