সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে ‘সম্পূর্ণ সমর্থন’ থাকবে- রাশিয়ার 

Spread the love

দুবেলা, সায়নী অধিকারী: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে ২২ এপ্রিল পহেলগামে হওয়া সন্ত্রাসবাদী হামলার “তীব্র নিন্দা” করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ভারতের প্রতি “সম্পূর্ণ সমর্থন” থাকবে বলে জানান| ফোনালাপের পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন “এই জঘন্য হামলার নায়ক ও তাদের মদতদাতাদের বিচারের আওতায় আনতেই হবে”।

মোদি বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান এবং বছর শেষে ভারতে অনুষ্ঠিতব্য বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান,”| ২২ এপ্রিলের সেই নির্মম হামলায় ২৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক ছিলেন। পহেলগামের বাইসারান উপত্যকায় ঘন জঙ্গল থেকে চার heavily armed সন্ত্রাসবাদী, যাদের মধ্যে দু’জন পাকিস্তানের নাগরিক। বেরিয়ে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায়। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে এটি অন্যতম ভয়ঙ্কর হামলা হিসেবে বিবেচিত হয়েছে।

সোমবারের এই ফোনালাপটি হয় রাশিয়ার প্রেসিডেন্টের তরফে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আতিথ্য দেওয়ার আগে। যিনি ৭-১০ মে রাশিয়ার সরকারি সফরে থাকবেন এবং মহাযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে অংশ নেবেন। পরে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, পুতিন আবারও সন্ত্রাসী হামলায় ভারতীয় নাগরিকদের মৃত্যুর জন্য মোদিকে আন্তরিক সমবেদনা জানান। উভয় পক্ষই সন্ত্রাসবাদের বিরুদ্ধে “অসহনীয় লড়াই”-এর উপর জোর দেন। “আলোচনার সময়, ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কের বিশেষ ও সুবিধাপ্রাপ্ত প্রকৃতি তুলে ধরা হয়।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment