দুবেলা, জুম দত্ত: রবিবার অর্থাৎ (ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকালে)মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারত কমিউনিটি সেন্টারে ভারতীয় প্রবাসীদের নিয়ে এক সভায় বক্তব্য রাখেন ,কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন; “ভারত সক্রিয় ভাবে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এর সঙ্গে যুক্ত হচ্ছে। “এইদিন চলতি বছরের শরৎকালের মধ্যে (সেপ্টেম্বর – ডিসেম্বর)ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঠিক হয়েছিল। তার প্রথম ধাপ সম্পন্ন হওয়ার আশঙ্কা করছেন সীতারামন।
তিনি আরো মন্তব্য করেন যে, নানান ভাবে ভারতকে অর্থনৈতিক শক্তির জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের আহ্বান জানান, ভারতকে সাহায্য করার জন্য। যেহেতু ভারত এই বাণিজ্য চুক্তির অংশীদার এবং যাতে উভয় দেশ একসঙ্গে উন্নতি করতে পারে। তার মতে, যেভাবে ভারত যুক্তরাষ্ট্রের প্রশাসন এর সঙ্গে যুক্ত হচ্ছে, তার প্রমাণ হলো তিনি যখন কথা বলছিলেন, তখনই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভারতে রয়েছেন।
সীতারামন বলেন যে তিনি আশা করছেন , ভাইস প্রেসিডেন্ট সোমবার সন্ধ্যায় অথবা মঙ্গলবার প্রধান মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।তিনি জানান যে এরই মধ্যে USTR এর অ্যাসিস্ট্যান্ট ভারতে এসে ভারতের আলোচনা দলের সঙ্গে বৈঠক করেছেন।শুল্ক সংক্রান্ত আলোচনায় নিযুক্ত ব্যক্তি এবং যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি তে তারা স্বাক্ষর করতে চান এসব বিষয় নিয়ে আলোচনা চলছে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ