শহরের বুকে এক টুকরো ফুসফুস সুভাষ সরোবর  

Spread the love

দুবেলা , অনীশ মালঃ ইট-পাথরের মোড়া শহরের আনাচেকানাচে লুকিয়ে থাকা একটুখানি বনানী কিংবা জলাশয় ঘিরে ছড়িয়ে আছে বেশ কিছু সবুজ স্বাসের সন্ধান। আমাদের অতি পরিচিত রবীন্দ্র সরোবরের মতই পূর্ব-কলকাতার বেলেঘাটায় অবস্থিত সুভাষ সরোবর পার্ক একটি, যা শহরের কোলাহল থেকে একটু স্বস্তি খুঁজে নেওয়ার আদর্শ একটি জায়গা। প্রায় ৭৩ একর জায়গা জুড়ে বিস্তৃত এই এলাকা মূলত ‘সুভাষ সরোবর’ নামক একটি লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে।

এই সরোবরে শীতকালে বিভিন্ন পরিযায়ী পাখির আনাগোনা লক্ষ করা যায়। সকালবেলা হালকা কুয়াশার মধ্যে এই পাখিদের কলতান এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। সরোবরের চারপাশে রয়েছে সুসজ্জিত হাঁটার পথ, শিশুদের বিভিন্ন খেলার ব্যবস্থা ও সরোবরে নিয়মিত সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা। এছাড়াও একসময় এখানে নিয়মিত রাইফেল ট্রেনিং-ও দেওয়া হত বলে জানা যায়।

KMDA (Kolkata Metroplitan Development Authority)- এর তত্ত্বাবধানে নিয়মিত বাগানের পরিচর্যা ও সাফাই হয়ে থাকলেও, পার্কের বেশিরভাগটাই দীর্ঘদিন ধরে পরিচর্যার কিছুটা গাফিলতি ও মূলত ভ্রমণকারীদের অত্যাচারে ভরে থাকে প্লাস্টিক ও আবর্জনায়। এছাড়াও বিগত বছরে ঝড়ে পড়ে যাওয়া গাছগুলির ইতস্তত অবস্থান পার্কের সৌন্দর্যে বিশেষ ব্যাঘাত তৈরি করে । সরোবরের একটি অন্যতম আকর্ষণ হল মৎস্য-আহরন । এখানে টিকিটের মাধ্যমে মাছ ধরার সু-ব্যবস্থা আছে।

তবে এই সরোবরও সারাবছর ভরে থাকে প্লাস্টিক ও আবর্জনায় । সম্প্রতি দেখা যায় কিছু কর্মচারীদের সরোবরটি পরিষ্কার করতে। স্থানীয় সূত্র অনুযায়ী সাধারনত কোনো বেসরকারী টেন্ডারের উদ্যোগে সরোবরের মাছ চাষ ও পরিচর্যা করা হয় । প্রতি বছর সেই টেন্ডার সংস্হারই উদ্যোগে নিয়মিত কচুরিপানা পরিষ্কার , চুন ছড়ানো , আবর্জনা পরিষ্কারের মাধ্যমে জলকে মাছ-চাষ ও সাঁতারের জন্য উপযোগী করে রাখা হয় । তবুও সময়ের সাথে আবার সরোবরের জল আবর্জনায় ভরে যায়।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment