আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে পথে নামল SFI

Spread the love

দুবেলা, জুম দত্ত: কলেজেস্ট্রীট মোড়ে বাম ছাত্র সংগঠন SFI এর তরফ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বর্তমান নিয়োগ দুর্নীতির আবহে, চাকরিহারা যোগ্য শিক্ষকরা গতকাল ৯ই এপ্রিল রাজ্যজুড়ে বিভিন্ন ডিআই অফিসে বিক্ষোভ জানান। সেই বিক্ষোভ চলাকালীন পুলিশ  আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেন। এর প্রতিবাদেই আজ পথে নামল SFI। এছাড়াও তাদের দাবি ছিল যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া, যোগ্য অযোগ্য এর তালিকা তৈরি করা।

এদিন ঠিক ৩:৩০ নাগাদ কলেজস্ট্রীট এর মহাত্মা গান্ধী রোডে জমায়েত করে SFI এর নেতৃত্ব ও সদস্যগণ। উপস্থিত ছিলেন SFI এর কলকাতা জেলার সভাপতি কমরেড বর্ণনা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন লোকাল কমিটির সদস্য ও নেতৃত্বমহল।

তারা গতকালের ডি আই অফিসে যোগ্য শিক্ষকদের ন্যায্য আন্দোলনে পুলিশি বর্বর নৃশংসতাকে ধিক্কার জানিয়ে স্লোগান তোলেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যোগ্য ও অযোগ্যদের আলাদা করা,যোগ্য দের চাকরি ফিরিয়ে দেওয়া প্রভৃতি বিষয়ে স্লোগান তোলেন। এদিন বিক্ষোভে উপস্থিত অনেকের গলায় নানান ফ্লেক্স ঝুলতে দেখা যায়। যেগুলির মূল কথা ছিল” যোগ্য – অযোগ্য আলাদা করা গেলনা কেন? রাজ্য সরকার জবাব দাও”,”আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের বর্বরচিত আক্রমণকে জানাই ধিক্কার!”প্রভৃতি।

কমরেড বর্ণনা মুখোপাধ্যয় বিক্ষোভ শেষে জানান-আন্দোলনরত চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জ কে SFI ধিক্কার জানাচ্ছে, তিনি এও প্রশ্ন তোলেন, কেন যোগ্য ও অযোগ্য দের আলাদা করতে পারলোনা রাজ্য সরকার?।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment