কাশ্মীরে পহেলগাঁও অভিযুক্ত সন্ত্রাসীদের বাড়ি উচ্ছেদ অভিযান

Spread the love

দুবেলা, জুম দত্ত: ‘ মিনি সুইজারল্যান্ড ’ নামে পরিচিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগাঁও এর বৈসরান উপত্যকায় এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনা জেরে তোলপাড় গোটা দেশ।

এরই মধ্যে পাকিস্তান ভিত্তিক একটি সন্ত্রাসবাদী সংগঠন, যার লস্কর-ই-তইবার সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। নিরাপত্তা সংস্থাগুলি সন্দেহভাজনদের শনাক্ত করেছে, যার মধ্যে একজন স্থানীয় জঙ্গিও রয়েছে। পর পর উঠে এসেছে জঙ্গিদের নাম।

এরপর সন্ত্রাসবাদী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের কারণে অভিযান শুরু হয়েছে। যার মধ্যে জঙ্গিদের বাড়ি ধ্বংস, আস্তানা তল্লাশি এবং শত শত ওভারগ্রাউন্ড কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক প্রভৃতি উল্লেখ যোগ্য। রবিবার, বান্দিপোরা, পুলওয়ামা ও শোপিয়ান জেলায় তিনজন সক্রিয় জঙ্গির বাড়ি ভেঙে ফেলা হয়েছে। পহেলগাঁও হামলার পর এখন পর্যন্ত মোট ৯টি জঙ্গি ও ওভারগ্রাউন্ড কর্মীর বাড়ি ভেঙে ফেলা হয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment