এভারেস্ট জয় করে না ফেরার দেশে পাড়ি সুব্রত ঘোষের

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: রানাঘাটের খিড়কিবাগান লেনের বাসিন্দা এবং পেশায় শিক্ষক সুব্রত ঘোষ (৫২)। এভারেস্ট শৃঙ্গ জয় করেও আর বাড়ি ফিরতে পারলেন না সুব্রত। পর্বতজয় করে ফেরার পথেই মৃত্যু হল অভিজ্ঞ এই পর্বতারোহীর। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রানাঘাট থেকে শুরু করে গোটা পর্বতারোহণ মহলে।

সুব্রতবাবু উত্তর ২৪ পরগনার কাপাসহাটি মিলনবিথী বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ পর্বতারোহী হিসেবে পরিচিত ছিলেন। এর আগে তিনি মাউন্ট রামজ্যাক, মাউন্ট ব্ল্যাক পিক, স্টক কাংরি সহ একাধিক পর্বতশৃঙ্গ জয় করেছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার।

১৪ এপ্রিল তিনি কাঠমান্ডু হয়ে এভারেস্ট অভিযানে রওনা দেন। নানা ধাপ পেরিয়ে অবশেষে ২০ এপ্রিল সকালে, ভারতীয় সময় আনুমানিক ৬টা ২৫ মিনিটে, সুব্রতবাবু সফলভাবে এভারেস্ট জয় করেন। কিন্তু তারপরই শুরু হয় দুঃস্বপ্ন। ফেরার পথে উচ্চতাজনিত সমস্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন। অক্সিজেনের অভাব ও চরম শারীরিক দুর্বলতার কারণে তিনি শারীরিকভাবে ভেঙে পড়েন। শেষপর্যন্ত, পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

এই হৃদয়বিদারক খবরে শোকস্তব্ধ পরিবার, সহকর্মী, ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়ীরা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, সুব্রতবাবু শুধু শিক্ষকই ছিলেন না, ছিলেন এক অনুপ্রেরণা, এক সাহসী হৃদয়ের মানুষ। তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল শিক্ষাজগত ও পর্বতারোহণ মহলের। তাঁর দেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment