সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ৩ জঙ্গি

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস : মঙ্গলবার, সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার জঙ্গলঘেরা এলাকায় ভারতীয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে একটি তীব্র গুলির লড়াই হয়। এতে অন্তত তিনজন জঙ্গি নিহত হয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে। সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এই সফলতা এসেছে।

গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সোপিয়ানের আলশি এলাকার একটি জঙ্গলে বিশেষ অভিযান চালায়। জঙ্গিদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর পুরো এলাকা ঘিরে ফেলে বাহিনী। সাড়াশি ঘেরাওয়ের মাঝেই শুরু হয় গুলির লড়াই। কয়েক ঘণ্টার টানা এনকাউন্টারের পর তিন জঙ্গিকে নিকেশ করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।

নিহত জঙ্গিদের পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে সেনা সূত্রে অনুমান করা হচ্ছে, তারা পাকিস্তান ঘাঁটিসংলগ্ন সীমান্ত পার করে আসা কোনো সক্রিয় জঙ্গি সংগঠনের সদস্য। এলাকা জুড়ে তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে।

এনকাউন্টারের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এলাকায়।

সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, উপত্যকায় শান্তি বজায় রাখতে এই ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদী তৎপরতা কিছুটা বেড়েছে বলে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। এর প্রেক্ষিতেই নিরাপত্তা বাহিনীর টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment