দুবেলা, রিয়া বিশ্বাস :বুধবার সকালে দমদম স্টেশনে এক চাঞ্চল্যকোর ঘটনা ঘটে। ডাউন লাইনে চলা বনগাঁ লোকাল ট্রেনটি আচমকা লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ১২ টা ১০ মিনিটে শেয়ালদহগামী বনগাঁলোকাল দমদম স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর সঙ্গে সঙ্গে রেলকর্মীরা পৌঁছে যান এবং উদ্ধার কাজ শুরু হয়।
এই লাইনচ্যুতির জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে ডাউন লাইনের ট্রেন চলাচল। যাত্রীদের মধ্যে চরম অসুবিধা দেখা দেয়। অফিসযাত্রী ও পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বহু ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে এবং সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন ঘটে।
রেলের পক্ষ থেকে দ্রুত উদ্ধারকারী দল এসে কাজ শুরু করে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু সময়ের জন্য আপ লাইনের চলাচলেও সীমিত গতি বজায় রাখা হয়। রেলসূত্রে জানা গেছে, ট্রেনটির ক্ষতিগ্রস্ত চাকা মেরামত করে পুনরায় লাইনে তোলা হয়েছে।
তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের জন্য ঘোষণা ও বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়। তবে যাত্রীদের ক্ষোভ ছিল চোখে পড়ার মতো।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের ঘাটতি নাকি যান্ত্রিক ত্রুটি—তা জানতে বিস্তারিত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। আজকের এই ঘটনা শহরতলির রেল পরিষেবায় বড়সড় প্রভাব ফেলেছে।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ