পাকিস্তানের সীমান্তে সামরিক উত্তেজনা, ভারতের কঠোর প্রতিরোধ!

Spread the love

দুবেলা নিউজ ডেস্কঃ পাকিস্তান সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রণালয়। শনিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, “পাকিস্তানের উদ্দেশ্য আক্রমণাত্মক, তবে ভারতীয় সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। সব ধরনের আক্রমণ কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে।” তিনি আরও স্পষ্ট করেন যে ভারত প্রথমে আক্রমণ না করার নীতিতে অবিচল, তবে পাকিস্তানের আক্রমণের যথাযথ জবাব দেওয়া হচ্ছে।

কর্নেল সোফিয়া কুরেশি জানান, “পাকিস্তান কাপুরুষের মতো বেসামরিক এলাকায় হামলা করছে। স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলার চেষ্টা অত্যন্ত দায়িত্বহীন এবং নিন্দনীয়। ভারত এর উপযুক্ত জবাব দিয়েছে।” তিনি আরও বলেন, মধ্যরাত ১টা ৪০ মিনিটে পাঞ্জাব এয়ারবেসে পাকিস্তান মিসাইল হামলা চালিয়েছে। এছাড়া উধমপুর, পাঠানকোট, ভুজ ও ভাটিন্ডার বিমানঘাঁটি এবং স্বাস্থ্যকেন্দ্র, স্কুলের মতো বেসামরিক স্থাপনায়ও হামলার চেষ্টা করেছে পাকিস্তান।

ভারত সরকারের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পাকিস্তান ড্রোন, দূরপাল্লার অস্ত্র, লয়টারিং মিউনিশন এবং যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে। এসব হামলা মূলত পশ্চিম সীমান্তে সংঘটিত হয়েছে, তবে ভারতীয় সেনাবাহিনী সফলভাবে সব আক্রমণ প্রতিহত করেছে। কর্নেল সোফিয়া কুরেশি জানান, রাতভর পাকিস্তান ২৬টি স্থানে হামলার চেষ্টা করেছিল।

এদিকে, ভারতের সামরিক শক্তির সঙ্গে পেরে উঠতে না পেরে পাকিস্তান মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। বিদেশ মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিস্রি বলেন, “পাকিস্তান মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তারা দাবি করেছে S-400 সিস্টেম এবং সুরাতগড় ও সিরসা সেনাঘাঁটি ধ্বংস করেছে, যা সম্পূর্ণ মিথ্যা।”

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment