ময়নাগুড়িতে একটি বাড়িতে আগুনে ঝলসে গেল লক্ষাধিক টাকা 

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: সোমবার ময়নাগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে হটাৎ আগুন লাগার ঘটনা ঘটে। এই দুর্ঘনার জেরে বাড়িতে থাকা প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে খবর। পরিবার সূত্রে জানা গিয়েছে, সেই সময় ওই বাড়ির উনুনে জল গরম হচ্ছিল। আচমকাই সেখান থেকে আগুন লেগে যায় বাড়িতে। নিমেষের মধ্যে গোটা বাড়িতে দাউ দাউ করে সেই আগুন ছড়িয়ে পড়ে। বাড়িটির পাশে থাকা স্থানীয় মানুষজন দ্রুত ছুটে আসেন আগুন নেভাতে। খবর পাওয়া মাত্র আসে দমকল কর্মীরাও। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পরিবার সূত্রের খবর,ওই বাড়ির মালিক কাঠের ব্যবসা করেন।যে ঘরে আগুন লেগেছিল সেখানে না কী প্রচুর কাঠ মজুত করা ছিল। কাঠ থাকার কারণেই আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে বাড়িতে।অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে যায় বাড়িতে থাকা সমস্ত জিনিস। জানা যায় ওই ঘরটিতে প্রায় লক্ষাধিক টাকা মজুত ছিল। সমস্ত টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।

আগুন লাগা মাত্রই ঘর থেকে বেরিয়ে পড়েন পরিবারের সদস্যরা,তবে এই দুর্ঘটনার জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই ভয়াবহ অগ্নিকান্ডের ফলে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment