জম্মু-কাশ্মীরে সেনার গাড়ি খাদে পড়ে নিহত ৩ জওয়ান

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: ৪ মে, রবিবার জম্মু ও কাশ্মীরের রামবানে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে ভারতীয় সেনার গাড়ি। রাস্তা থেকে খাদে ছিটকে পরে গাড়িটি। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই নিহত হন তিন জওয়ান। দুমড়ে মুচড়ে খাদে পরে যায় সেনাদের ওই গাড়িটি।

স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকাল ১১ টা নাগাদ জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে(এনএইচ ৪৪) তে ব্যাটারি ছাসমার কাছে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও এসডিআরএফ সেনার দল। নিহত সেনাদের ওই গাড়িটি দুমড়ে মুচড়ে পড়ে থাকে আর তার ঠিক সামনে খাদের নিচের অংশে ৩ জয়াণের মৃত দেহ ছড়িয়ে পড়ে থাকে। খাদটির গভীরতা প্রায় কমপক্ষে ২০০- ৩০০ মিটার। এই ঘটনায় তীব্র সোকের ছায়া পড়েছে।

জানা যায় দুর্ঘটনা গ্রস্ত গাড়িটি জম্মু শ্রীনগরগামী একটি কনভয়ের অংশ ছিল। কোনো কারণ বশত রাস্তা থেকে পিছলে পরে যায় গাড়িটি। তবে ঘটনার সঠিক কারণ ক্ষতিয়ে দেখছে পুলিশ।

ছবি সৌজন্যঃ kashmirobserver.net

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment