ভারতীয় বক্সারদের ঝুলিতে ১৫টি সোনা

Spread the love

দুবেলা, মনোমিতা কুন্ডু : এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৭ বিভাগে ভারতের তরুণ বক্সাররা স্বর্ণজয়ী পারফরম্যান্স করে দেখিয়েছে। ১৫টি স্বর্ণপদকসহ মোট ৪৩টি পদক জিতে ভারত দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই সাফল্যের হাত ধরে দেশের বক্সিংয়ের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

জর্ডানের আম্মানে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং সংস্থার প্রথম অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে। এই প্রতিযোগিতায় ভারত ১৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জ পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করে। উজবেকিস্তান স্বর্ণপদকের সংখ্যায় ভারতের সমান হলেও, কাজাখস্তান সামগ্রিকভাবে শীর্ষস্থান দখল করে নেয়। ভারতীয় বক্সারদের এই কৃতিত্ব দেশের ক্রীড়া ইতিহাসে একটি নতুন মাইলফলক তৈরি করেছে।

বিশেষ করে অনূর্ধ্ব-১৭ দলের শেষ দিনের পারফরম্যান্স ছিল নজরকারা। এইদিনে মেয়েরা চারটি স্বর্ণপদক জেতেন। ৪৬ কেজি বিভাগে খুশি চাঁদ মঙ্গোলিয়ার আলতানজুল আলতানগাদাসকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ ব্যবধানে পরাজিত করেন। এছাড়া, ৫০ কেজি বিভাগে আহানা শর্মা এবং ৫৪ কেজি বিভাগে জান্নাত তাদের উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীদের ৫-০ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন। ৮০+ কেজি বিভাগে আংশিকা জর্ডানের জানা আলালাওনেহকে প্রথম রাউন্ডেই ধরাশায়ী করে ভারতের ১৫তম স্বর্ণপদকটি এনে দেন।

এই চ্যাম্পিয়নশিপে ভারতের সাফল্য প্রমাণ করে যে, দেশের তরুণ প্রজন্মের বক্সাররা কঠোর পরিশ্রম ও সঠিক প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারে এবং নারীরা এক্ষেত্রে কোন অংশে পিছিয়ে নেই। আগামী দিনে আন্তর্জাতিক বক্সিংয়ে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ক্রিয়া বিশেষজ্ঞরা।

ছবি সৌজন্যঃ Aritram Chatterjee ফেসবু2ক 

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment