পহেলগাঁও হামলার বদলা নেওয়া হবে, এটা নরেন্দ্র মোদীর ভারত- অমিত শাহ

Spread the love

দুবেলা, সায়নী অধিকারী: পহেলগাঁও হামলা নিয়ে প্রথম জনসমক্ষে মন্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সন্ত্রাসবাদ উৎখাতের ক্ষেত্রে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ভারত প্রত্যেক সন্ত্রাসী কার্যকলাপের উপযুক্ত জবাব দেবে| সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি জারি করে তিনি বলেন “এই দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করাই আমাদের সংকল্প এবং তা পূরণ করা হবে।”

আরও পড়ুনঃ ছুটি

আন্তর্জাতিক মঞ্চে ভারতের সন্ত্রাসবাদী লড়াইকে সমর্থন করে অমিত শাহ বলেন “শুধু ১৪০ কোটি ভারতীয় নয়, গোটা বিশ্ব আজ ভারতের পাশে দাঁড়িয়েছে। বিশ্বের সমস্ত দেশ একসাথে এই লড়াইয়ে ভারতের পাশে আছে।” এছাড়াও তিনি জনসমক্ষে জানান যে যতক্ষণ না সন্ত্রাসবাদ শেষ হচ্ছে, লড়াই চলবে এবং যারা এই ঘৃণ্য কাজ করেছে, তারা অবশ্যই উপযুক্ত শাস্তি পাবে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী এই হামলায় ২৫ জন পর্যটক ও ১ জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়| এই ঘটনার পরই অমিত শাহ তৎপর ২২ এপ্রিল শ্রীনগরে পৌঁছান এবং ২৩ এপ্রিল আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সাথে দেখা করেন ও তাদের সমবেদনা জানান |

আরও পড়ুনঃ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন মুখ্যমন্ত্রীর

পরবর্তীতে তাদের আশ্বাস দিয়ে তিনি বলেন “এই জঘন্য সন্ত্রাসী হামলার দোষীরা কেউ রেহাই পাবে না”| পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক দ্রুত অবনতির দিকে যায়। নয়াদিল্লি একাধিক কড়া পদক্ষেপ ঘোষণা করে, যার মধ্যে ছিল সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল |

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment