ওয়াকফ আইনের বিরোধীতায় উত্তাল মুর্শিদাবাদ, হাইকোর্টের আদেশে মোতায়েন BSF

Spread the love

দুবেলা,রিয়া বিশ্বাস: মুর্শিদাবাদ জেলার সুতি, ধুলিয়ান ও সামশেরগঞ্জ এলাকায়, ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৮ জন পুলিশকর্মী আহত হন। ১১৮ জনকে গ্রেফতার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের অনুরোধে মোট ৭ কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ও একটি সরকারি বাসে আগুন ধরিয়ে দেয়। ট্রাফিক গার্ড ও পুলিশের একটি কিয়স্কেও ভাঙচুর চালানো হয়। সুতি অঞ্চলের সাজুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা হলে পুলিশ বাধা দেয়, এবং তখনই সংঘর্ষ শুরু হয়।

পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, প্রথমে পুলিশ নরমভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু জনতা সহিংস হয়ে পড়ায় শক্তি প্রয়োগ করতে হয়। তিনি বলেন, “আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না।” বিএসএফের ডিআইজি নিলোৎপাল কুমার পাণ্ডে জানিয়েছেন, জেলা প্রশাসনের অনুরোধে বিএসএফ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি আরও না খারাপ হয়।

বর্তমানে পুলিশ সূত্রে জানা গেছে, সুতি ও সামশেরগঞ্জে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে যারা এই হিংসার ঘটনায় যুক্ত, তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। উল্লেখযোগ্য, সম্প্রতি পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইনে জেলা প্রশাসককে ওয়াকফ সম্পত্তির ওপর চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছে এবং ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব রাখা হয়েছে, যা ঘিরেই শুরু হয়েছে এই তীব্র প্রতিবাদ।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment