ওয়াংখেড়েতে মুখ পুড়লো কলকাতার

Spread the love

দুবেলা, সায়ন দাস : আই পি এলে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। মুম্বই দুটি ম্যাচ হেরে এবং কলকাতা তাঁদের গত ম্যাচটি জিতে খেলতে নেমেছিল। স্বাভাবিক ভাবেই মুম্বইয়ের কাছে চ্যালেঞ্জ ছিল যে তাঁরা ঘরের মাঠে প্রথম জয় তুলে নিতে পারে কিনা। আর একতরফা ম্যাচ জিতে কাঙ্খিত জয় পেল তাঁরা।

এদিন টসে জিতে মুম্বই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ডাহা ফেল কলকাতার টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার। পাওয়ারপ্লেতেই চার উইকেট হারিয়ে ইনিংসের শিরদাড়া কার্যত ভেঙ্গে যায়। রঘুবংশী (২৬), মনীশ পান্ডে(১৯), রিঙ্কু সিং(১৭) এবং রমনদীপ (২২) অল্পবিস্তর রান পান। ২৩ কোটি দিয়ে কেনা কলকাতার সবথেকে দামি খেলোয়াড় ৩(৯) করে সাঁঝঘরে ফিরে যান। ১৬.২ ওভারেই গুটিয়ে যায় কলকাতার ইনিংস। ১০ উইকেটের বিনিময়ে তাঁদের সংগ্রহ ১১৬ রানে। নিজের অভিষেক ম্যাচেই বল হাতে আগুন ঝরাতে দেখা যায় অশ্বিনি কুমারকে। ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। এছাড়াও দীপক চাহার ২টি এবং বোল্ট, হার্দিক পান্ডে, পুথুর ও স্যান্টনার ১টি করে উইকেট তোলেন।

১১৭ রান তাঁরা করতে নেমে শুরুটা মোটামুটি করে মুম্বই। ছয় ওভারে ওপেনার রোহিত শর্মা ১৩ রান করে রাসেলের বলে আউট হন। তবে আর এক ওপেনার রায়ান রিকিল্টন টিকে থাকেন শেষ পর্যন্ত। তিনি অপরাজিত ৬২ রানের একটি গোছানো ইনিংস খেলেন। রাসেলের পরবর্তী শিকার হন উইল জ্যাকস তিনি ১৬ রান করে ফিরেন। অধিনায়ক সূর্যকুমার যাদব এসে বাকি রান তাড়াতাড়ি তুলতে রিকিল্টনকে সাহায্য করেন। সূর্যকুমার অপরাজিত থেকে ৯ বলে ২৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। যার সুবাদে মুম্বই মাত্র ১২.৩ ওভারেই রান তুলে দেয়। রাসেল বাদে কোনো বোলার উইকেট তুলেতে পারেন নি। অশ্বিনি কুমার কে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment