স্কুল পরিদর্শকের অফিসে BJP বিধায়কের দাদাগিরি

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সরকারি অফিসে দাদাগিরির অভিযোগ উঠেছে। তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বিজেপি বিধায়ক সত্যনারায়ণ তিনি প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নেওয়ার জন্য স্কুল পরিদর্শকের (ডিআই) অফিসে আবেদন করেন। বিধায়কের অভিযোগ, প্রায় চল্লিশ মিনিট তাঁকে অপেক্ষা করানো হয় এবং হেনস্থার স্বীকার হন তিনি। এই ঘটনার পর তিনি অফিসের কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন, উচ্চস্বরে চিৎকার করেন যা অফিসের পরিবেশ উত্তপ্ত করে তোলে।

আরও পড়ুনঃ বিনা পয়সায় পাঠশালা

অপরদিকে, অফিসের কর্মীরা বিধায়কের বিরুদ্ধে সরকারি কাজকর্মে হস্তক্ষেপ এবং অসদাচরণের অভিযোগ তুলেছেন। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বিধায়কের আচরণের সমালোচনা করেছে এবং সরকারি অফিসে এমন দাদাগিরি মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছে। জেলা স্কুল পরিদর্শক এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এই ঘটনার ফলে সরকারি অফিসে বিধায়কের আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। চারিদিকে এবিষয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment