বিনা পয়সায় পাঠশালা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: গোঘাটে পঞ্চায়েত অফিসে রবিবারও খোলা থাকছে পঞ্চায়েত। সেখানে তৈরি হয়েছে বিনা পয়সার পাঠশালা। এমনি অবাক করা প্রশংসনীয় বিষয় দেখা গেল হুগলীর কামারপুকুর গ্রাম পঞ্চায়েত অফিসে। গ্রামে দুস্থ মেধাবী পড়ুয়াদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পঞ্চায়েত গড়ে উঠেছে একটি শিক্ষাস্থান। দুবছর আগে থেকেই শুরু হয়েছিলো এই বিনা পয়সায় টিউশন ব্যবস্থা। তখন ৭০ জন পড়ুয়া নিয়ে শুরু হয়েছিল পাঠশালা, তবে বর্তমানে তা ৩৫০ ছাড়িয়েছে।সপ্তাহের প্রত্যেকটা দিন দুই বেলা টিউশন পড়ানো হয় এই পাঠশালায়। সকালে ৮.৩০ থেকে ১০ টা পর্যন্ত দের ঘন্টা পড়ানো হয়, আবার বিকাল ৫ টা থেকে ৬.৩০ পর্যন্ত দের ঘন্টা পড়ানো হয়। রবিবার ও বন্ধ থাকে না পঞ্চায়েতে বিনা পয়সার পাঠশালা। সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্যই এই সুব্যবস্থা নেওয়া।পাঠশালায় সব বিষয়ে পড়ুয়াদের যত্ন সহকারে পড়ানো হয়।

শুধু তাই নয়,দুস্থ পরিবারের থেকে আসা সব পড়ুয়াদের জন্য বই খাতার ব্যবস্থা করে থাকে পঞ্চায়েত। কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে জানান, তাঁরাও ছোটো বেলায় দেখেছেন অর্থের জন্য অনেক মেদাবি পড়ুয়ারা পড়াশোনা করতে পারেনি। যাতে কোনো মেধা নষ্ট না হয় তাই এই বিনা পয়সায় পাঠশালার উদ্যোগ তাঁদের। এখানে পড়াশোনা করতে পেরে ছাত্রছাত্রী সহ তাদের পিতা মাতা সবাই আনন্দিত। পঞ্চায়েতের এই উদ্যোগে অনেক প্রশংসা করছে কামারপুকুরবাসীরা।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment