খরগপুরে দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ তৃণমূলের

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: খরগপুরে মারমুখী দিলীপ ঘোষকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল। বর্তমানে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিজেপি নেতা দিলীপ ঘোষের বাড়ি গিয়ে তিন কাউন্সিল সহ তৃণমূল কর্মীরা এসে চ্যালেঞ্জ করছেন ‘দম থাকলে গায়ে হাত তুলে দেখান’। গত শুক্রবার, খড়্গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা উদ্বোধন করতে গিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, সাংসদ থাকাকালীন তিনি এলাকায় দেখা দেননি, এখন কেন রাস্তা উদ্বোধনে এসেছেন। জবাবে দিলীপ ঘোষ বলেন, “টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়।” এতে বিক্ষোভকারীরা আরও ক্ষুব্ধ হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার সকালে, দিলীপ ঘোষ তাঁর অবস্থানে অনড় থেকে বলেন, “এই রকমের বেয়াদবি যদি কেউ করতে আসে, সে যে পার্টির হোক, বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় মারব।” এই মন্তব্যের পর তৃণমূল কর্মীরা তাঁর খড়্গপুরের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।একজন কাউন্সিলের বক্তব্য দিলীপ ঘোষ মহিলাদের অসম্মান করেছে, মহিলাদের ওপর দিয়ে গাড়ি চালানোর কথা বলেছেন। এমনি মেজাজ হারিয়েছেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তাঁদের দাবি, দিলীপ ঘোষকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

বিক্ষোভের খবর পেয়ে বিজেপি কর্মীরাও সেখানে উপস্থিত হন, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তবে দিলীপ ঘোষ সেই সময় বাড়িতে ছিলেন না। তৃণমূলের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সরকার বলেন, “তৃণমূল চুড়ি পরে নেই। কিছু বলার আগে যেন দু’বার ভেবে নেন দিলীপ ঘোষ।”

এই ঘটনায় এবার খড়্গপুরে রাজনৈতিক উত্তেজনা দ্বিগুন বৃদ্ধি পেয়েছে যা আগামী দিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment