ভাইকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত দাদা

Spread the love

দুবেলা, রিয়া বিশ্বাস: শুক্রবার ময়নাগুড়ি এক নম্বর ওয়ার্ডে ভাইকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হলেন দাদা। লোহার রড ও বাটাম দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে গ্রামের তিন প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উত্তম দাস নামে এক যুবককে বেরধর মারধর করে প্রতিবেশী তিন ব্যাক্তি। অভিযোগ করা হয় প্রতিবেশী তিনজন ব্যক্তি তাঁকে মারধর করে ও চোখে বালি ছিটিয়ে দেয়। আহত অবস্থায় উত্তম বিষয়টি দাদা গৌতম দাসকে জানালে তিনি শুক্রবার সকালে অভিযুক্তদের বাড়ির সামনে প্রতিবাদ করতে যান। আর তখনই তিন অভিযুক্ত মিলে গৌতমের ওপর হামলা চালায়।

এ ঘটনায় এক প্রতিবেশী বৃদ্ধাও আহত হয়েছেন। গৌতম দাসের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, গৌতমের মাথায় ছয়টি সেলাই লেগেছে, পিঠেও গুরুতর আঘাত রয়েছে।

আক্রান্ত যুবকের বাবা মঙ্গল দাস ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক, তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় দোষীদের কঠোর তম শাস্তির দাবি করছে আহতের পরিবার।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment