দাপুটে ফুটবলে ৩-০ গোলে জয় ভারতের

Spread the love

দুবেলা, সায়ন দাস: জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং মালদ্বীপ। সুনীল ছেত্রী অবসর ভেঙ্গে জাতীয় দলে ফেরায় তাঁর উপর নজর রেখেছিলো ফুটবল প্রেমীরা। তিনি গোলের মাধ্যমে স্বমহিমায় নিজের প্রত্যাবর্তনের জানান দিলেন।

এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভারতীয় দল। বিপক্ষের বক্সে একের পর এক আক্রমণ চলতে থাকে। কিন্তু প্রথম ৩০ মিনিটে ফিনিশের অভাবে স্কোরলাইন শূন্যই থাকে। ৩৪ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন রাহুল ভেকে। ব্রেন্ডন ফার্নান্দেজের কর্নার থেকে ভাসানো বল দক্ষতার সঙ্গে জালে জড়ান তিনি। তারপরেও সুযোগ তৈরী হলেও প্রথমার্ধের খেলা ১-০ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধেও ভারত একই ধরণের খেলা বজায় রাখে। পরিবর্ত হিসাবে মাঠে নামা ফারুক চৌধুরী বেশ কিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন, তা নাহলে ব্যবধান আরও বাড়তে পারতো। ৬৬ মিনিটে মহেশ সিংয়ের মাপা কর্নার থেকে হেডে দেশের হয়ে নিজের প্রথম গোল করেন লিস্টন কোলাসো। ভারত এগিয়ে যায় ২-০ গোলে। ৭৬ মিনিটে বা দিক থেকে লিস্টনের ভাসানো বল থেকে হেড দিয়ে জালে পাঠান অধিনায়ক সুনীল ছেত্রী। দেশের হয়ে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়ালো ৯৫ তে। খেলা শেষে ৩-০ গোলে জয়লাভ করে ভারত।

সেই সঙ্গে বর্তমান কোচ ম্যানলো মার্কুয়েজের আমলে প্রথম জয় পেলো ভারত। ২৫ শে মার্চ এই মাঠেই এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে সুনীলরা।

 

ছবি সৌজন্য ঃ Indian Football Team fb page

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment