দুবেলা, রিয়া বিশ্বাস: শুক্রবার হাওড়ার বাকরায় একটি কাপড়ের গোডাউনে ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটে। তাতে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে। পাঁচতলা বিল্ডিং নিচে অসংখ্য দোকান এবং ওপরে কাপড়ের গোডাউন আর সেখানেই আগুন লাগে।
আরও পড়ুন: ভারতের জার্সিতে প্রত্যাবর্তন সুনীল ছেত্রীর
ঘটনাটি ঘটার সাথে সাথেই স্থানীয়রা আগুন নেভানোয় কাজে এগিয়ে আসে। দমকল বাহিনীকে খবর দেওয়া মাত্রই দ্রুত ৫ টি ইঞ্জিন সহ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কিভাবে আগুন লাগলো তা এখনো অবদি ধোঁয়াশা।
আরও পড়ুন: জীবন যুদ্ধে হার মেনেই মৃত্যুমুখী শহরবাসী!
তবে সর্ট সার্কিট কিনা তা খতিয়ে দেখছে দমকল। যেহেতু কাপড়ের গোডাউন ছিল তাই আগুন দ্রুত দাউ দাউ করে জ্বলে ওঠে। এখনো পর্যন্ত কোনো আহতের খবর বা কেউ আগুনে আটকে পরার খবর পাওয়া যায়নি, আতঙ্কে বিল্ডিং এ থাকা সবাই বেরিয়ে পরে। তবে বেশ কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এটা নিশ্চিত। দমকল দ্রুত আসায় আগুন নেভানো সম্ভব হয়েছে, তানাহলে ক্ষয়ক্ষতির পরিমান আরও বেশি হতো। বর্তমানে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল আধিকারিক।

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ