
দুবেলাঃ অনেক কথাই শুনি। নারীর অধিকার নিয়ে। অনেক কিছুই দেখি যা পুরুষ তন্ত্রের প্রতিফলন। বলা ভালো, ক্ষমতার । পুরুষ তন্ত্র যদি একধরনের ক্ষমতা আধিপত্যের চাষ হয়, তা আজ আর লিঙ্গ নির্দিষ্ট নয়। কোথাও সেই পুরুষ তন্ত্রের বাহক পুরুষ ও ক্ষতিগ্রস্ত একজন মহিলা। কোথাও সেই আধিপত্যের বাহক মহিলা ও ক্ষতিগ্রস্ত একজন পুরুষ।
দুটো অর্বাচীন, ক্ষমতা উন্মত্ত, দায়িত্বঞ্জানহীন, আমি সর্বস্ব মানুষের ক্ষমতার খেলার খেসারত দেয় কে ? তবুও আমরা যারা বড়, লড়াই চালিয়ে যাই।মানুষ এ পৃথিবীর উন্নততম জীব, সমাজ বদ্ধ, একা থাকতে পারে না । অথচ ইতিহাস বলে মানব সভ্যতায় মানুষই সবথেকে বেশী মানুষ মেরেছে। নানা উপায়ে। নানা অকারনে।
হ্যাঁ। বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী মানুষ।
Image courtesy: https://www.linkedin.com/pulse/navigating-confluence-human-psychology-technological-kabira-6qrmc/

প্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ