আমেরিকায় কোভিডের নতুন ভ্যারিয়েন্ট

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তী : আমেরিকায় কোভিডের নতুন ভ্যারিয়ান্টের খোঁজ পাওয়া গেল। জানা গেছে ওমিক্রন জেএন১ -এর মিউটেশনের দ্বারা তৈরি হয়েছে এই নতুন ভ্যারিয়ান্ট যার নাম ফ্লার্ট। এই ভ্যারিয়ান্টের সংক্রমণের ক্ষমতা অত্যন্ত দ্রুত, তাই দেওয়া হয়েছে এই নাম, জানায় বিজ্ঞান মহল। ওমিক্রন জেএন ১ এর মিউটেশনের দ্বারা তৈরি হয়েছে কে পি ১.১ ও কে পি ২। মিউটেশন পদ্ধতির উপর ভিত্তি করেই দেওয়া হয়েছে এই নাম।

আরও পড়ুন : কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার ওপর জঙ্গি হামলা, মৃত ১

মিউটেশনের ফলেই ওমিক্রনের থেকে সংক্রমণের ক্ষমতা বেশি ফ্লার্টের। তবে উপসর্গের সেরকম কোন তফাৎ নেই। হালকা গলা ব্যথা, কাশি সঙ্গে ক্লান্তি প্রধানত এগুলি ফ্লার্টের উপসর্গ। হাসপাতালে ভর্তির সংখ্যা যেমন ওমিক্রনের ক্ষেত্রে কম ছিল, ফ্ল্যার্টের ক্ষেত্রেও তাই। মিউটেশনের ফলেই আস্তে আস্তে শক্তি হারাচ্ছে ভাইরাস। তাই গুরুতরভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফ্লার্টকে নজরদারির তালিকায় রেখেছে। “ভ্যারিয়ান্ট অফ ইন্টারেস্ট” তকমা দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। সঙ্গে টিকার উন্নতি এবং টিকাকরণেও জোর দেওয়া হচ্ছে সুরক্ষিত থাকার জন্য।

আরও পড়ুন : মানিকতলায় আক্রান্ত বিজেপি কর্মীর বোন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নততর টিকা তৈরীর কাজে অগ্রসর হয়েছে। যদিও জানা গেছে ফ্লার্টের দ্বারা অসুস্থ হওয়ার সম্ভাবনা বা হার কম তবে বয়স্করা বা দূর্বল ইমিউনিটি যাদের তাদের কিছুটা ঝুঁকি আছে। তবে সেরকম গুরুতর সাবধান বার্তা দেওয়া হয়নি। কোভিড ভ্যাকসিন নিয়ে বর্তমানে বিতর্ক চলছে। তারমধ্যে নতুন ভ্যারিয়ান্টের খোঁজ পাওয়ায় চিন্তিত বিজ্ঞানমহল সহ ডাক্তার ও সাধারণ মানুষ।

আরও পড়ুন : ত্রিমুকুটের স্বপ্ন অধরা, ফাইনালে লজ্জার হার মোহনবাগানের

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment