রাহুল গান্ধীর বক্তব্যে সমর্থন প্রাক্তন পাক মন্ত্রীর, কটাক্ষ বিজেপির

Spread the love

সৃষ্টি চক্রবর্ত্তী, দুবেলা: ইমরান খানের কেবিনেটের প্রাক্তন পাকিস্তানি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন সম্প্রতি তার সমাজমাধ্যমে কংগ্রেস দলনেতা রাহুল গান্ধীর একটি ভিডিও পোস্ট করেন এবং তার বিষয় প্রশংসনীয় কথা বলেন। তা নিয়েই বুধবার অর্থাৎ পয়লা মেয়ে বিজেপি কটাক্ষ করে কংগ্রেসকে।

আরও পড়ুন : দলের পদ থেকে বহিষ্কৃত কুণাল ঘোষ

বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালব্য টুইটারে কংগ্রেসকে কটাক্ষ করে একটি পোস্ট করেন এবংতিনি বলেন কংগ্রেস কি তাহলে এবার পাকিস্তানে ভোট প্রচার করতে চায়? অমিত মালভিয়া তার টুইটারে একটি স্ক্রিনশট পোস্ট করেন যেখানে ফাওয়াদ হোসেন রাহুল গান্ধীর ব্যাপারে বলছেন “রাহুল অন ফায়ার”। প্রাক্তন পাকিস্তানী মন্ত্রীর শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে রাহুল গান্ধী বিজেপি এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিজনক মন্তব্য করছেন। রাম মন্দির উদ্বোধন নিয়েও কটাক্ষ করতে শোনা যায় রাহুল গান্ধীকে। তিনি এও উল্লেখ করেন রাম মন্দির বানিয়ে কি বিজেপি সরকার দেশের আসল সব সমস্যাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তা নিয়েই সোজাসুজি তিনি প্রশ্ন করেন নরেন্দ্র মোদিকে।

আরও পড়ুন : আবারও ভূমিকম্প তাইওয়ানে, চিন্তায় বিশেষজ্ঞরা

এই ভিডিওের সূত্রেই তৈরি হয় জল্পনা। বিজেপির সংখ্যালঘুদের বিরুদ্ধে রাজনীতিই কি ফাওয়াদ হোসেনের রাহুল গান্ধীকে সমর্থন করার প্রধান কারণ সেটাই এখন প্রশ্ন রাজনৈতিক মহলের।

আরও পড়ুন : রাজ্য জুড়ে লাল সতর্কতা, ভাঙতে চলেছে তাপমাত্রার সমস্ত রেকর্ড

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment