ময়দানে মহিলার দগ্ধ দেহ উদ্ধার, মৃত্যু কারণ এখনো ধোঁয়াশায়

Spread the love

 দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তীঃ বুধবার সকাল ৭ টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এক মহিলার দেহ উদ্ধার করেছে ময়দান থানার পুলিশ। অর্ধ দগ্ধ অবস্থায় পাওয়া যায় দেহটি। গ্রাউন্ডের পশ্চিম দিকে দেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। দেখা মাত্র খবর দেয় পুলিশে। কে এই মহিলা? পরিচয় এখনো পাওয়া যায়নি তার।

আরও পড়ুনঃ তীব্র গরমে বারংবার লোডশেডিং, CESC- WBSEDCL কর্তাদের কড়া বার্তা মন্ত্রীর

ময়দান থানার পুলিশ জানায় মহিলাটির দেহে বেশ কিছু জায়গায় পচন ধরতে শুরু করেছে। তাছাড়াও বেশ কিছু অঙ্গ পুড়ে গেছে বলেও জানায় পুলিশ। এই মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় লোকেদের মধ্যে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশের প্রাথমিক আনুমান দুদিন আগে মৃত্যু হয়েছে মহিলাটির। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে কোন কিছুই স্পষ্ট নয়। এটা আদেও খুন নাকি অন্য কোন কারণ জড়িত আছে তা তদন্ত সাপেক্ষ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অন্য কোথাও তার মৃত্যু হয়েছে এবং পরে তার দেহ ব্রিগেড গ্রাউন্ডে এনে ফেলে দিয়ে যাওয়া হয়। লালবাজারে হোমিসাইড শাখার অফিসার ও অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই এলাকাবাসীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎপর হয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ আবারও ভূমিকম্প তাইওয়ানে, চিন্তায় বিশেষজ্ঞরা

এরকম জনবহুল এক এলাকায় কি করে সবার চোখের আড়ালে কেউ বা কারা মৃতদেহটি ফেলে দিয়ে যায়, তা নিয়েই চিন্তিত পুলিশ আধিকারিকরা। এছাড়া মৃত্যুর কারণ নিয়েও ছড়িয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্ত না করে মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। স্থানীয় মানুষদের নিরাপত্তা নিয়ে ভাবছে পুলিশ। কাছেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়ামের মতো জায়গা থাকায় সাধারণ মানুষের সুরক্ষাটাকেই প্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ রাজ্যে কাটতে চলেছে শিল্পের খরা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment