চাকরিপ্রার্থীদের আশ্বাস দিলেন মহম্মদ সেলিম

Spread the love

দুবেলা, ঋত্বিকা ঘোষ : আজ ঈদের দিনের সমস্ত আনন্দ ভুলে পথে নেমেছে মানুষ। আজ সকালে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশের উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম। তিনি কথা বললেন আপার প্রাইমারি, টেট, এসএলএসটি, এসএসসির চাকরিপ্রার্থীদের সাথে।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় চাকরির জন্য বিক্ষোভ করে চলেছেন চাকরিপ্রার্থীরা। তারা অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন। কোনো জায়গা থেকে সুবিচার পাচ্ছেন না তারা। দিনের পর দিন কেটে যাচ্ছে তারা নিয়োগের আসায় দিন গুনছে। তারা দীর্ঘ দিন ধরে অবস্থান করছে। তাই আজ ঈদের দিনেও রাস্তায় নেমেছেন। আজ সেই সমস্ত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বললেন মহম্মদ সেলিম। তিনি সমস্ত চাকরিপ্রার্থীদের আশ্বাস দিয়ে বলেছেন, ” দুর্নীতির পাহাড় তৈরি করেছে এই সরকার।এবারের পঞ্চায়েত ভোটে মানুষ সঠিক ভোট দিয়ে দুর্নীতির ঝান্ডা গুঁড়িয়ে দেবে।”
গতকাল নবান্নে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এতেও এই সমস্যার কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে আগামী দিনে লাগাতার ধর্মঘট করবে তারা। ৬ মে কলকাতায় মহা মিছিলে ডাক দিয়েছে তারা।।

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment