দুবেলাঃ নিজেদের সৃজনশীল ভাবনা, তিন মিনিট সময়ে গল্প বলে দর্শককে ধরে রাখা ও বাস্তব জীবনের অনুভূতিকে পর্দায় তুলে ধরার অনন্য সুযোগ এসেছে ছাত্রদের সামনে। আমাদের বিদ্যালয় আয়োজন করতে চলেছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে মাত্র তিন মিনিটের ছোট্ট পরিসরের ফিল্মে ছাত্র ছাত্রীরা নিজেদের ভাবনাকে জীবন্ত করে তুলতে পারবে। এই উৎসবে যোগদানের জন্য অভিনয়,ক্যামেরা, চিত্রগ্রহণ, সম্পাদনায় পেশাদার হওয়া জরুরি নয়। শুধু দরকার সৃজনশীল মন, সাহস, ভালো ভাবনা। আমাদের চারপাশের জগৎ, স্কুলজীবনের গল্প, পরিবেশ, কিংবা একেবারে নিজের কল্পনার জগৎ, বদলে যাওয়া পৃথিবী হয়ে উঠুক আমাদের বিষয়বস্তু। মিডিয়ার মাধ্যমে সেই ছবি পৌঁছে যেতে পারে…
