বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্ত: কলেজ ফুটবল প্রতিযোগিতা

দুবেলাঃ  বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আয়োজিত পুরুষ বিভাগের সপ্তম আন্ত: কলেজ ফুটবল প্রতিযোগিতার ও মহিলা বিভাগের চতুর্থ আন্ত: কলেজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল আজ 12 ই ডিসেম্বর শুক্রবার। 9 ই ডিসেম্বর পুরন্দরপুর হাইস্কুলের মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 15 টি এবং মহিলা বিভাগে মোট 10 টি দল নিজেদের নাম নথিভুক্ত করেছিল। আজ পুরুষ বিভাগের ফাইনালে পরস্পরের তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছিল রামানন্দ কলেজ ও পাঁচমুড়া মহাবিদ্যালয়। ফাইনালে রামানন্দ কলেজ 1-0 গোলে পাঁচমুড়া মহাবিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করে। টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন রামানন্দ কলেজের খেলোয়াড় শেখ…