দুবেলা , সোমদত্তা ঘোষ: ভারতের মহিলা ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা অবশেষে নিশ্চিত করলেন যে সংগীত পরিচালক পলাশ মুছালের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে না। কয়েক সপ্তাহ ধরে চলা নানা জল্পনার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তিনি বিষয়টি স্পষ্ট করেন এবং দুই পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার আবেদন করেন। নিজের ব্যক্তিগত জীবনের গুঞ্জনের নীরবতা ভেঙে মান্ধানা লিখেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক কথাবার্তা চলছে। আমি খুব ব্যক্তিগত মানুষ, তাই এমন বিষয়ে আমি প্রকাশ্যে কথা বলতে চাই না। কিন্তু এবার জানানো দরকার যে –বিয়ে বাতিল করা হয়েছে।” তিনি আরও লেখেন, “আমি…
