পথ কুকুর ও গবাদি পশু নিয়ে সুপ্রিম কোর্টের নয়া রায়

দুবেলা, রিয়া বিশ্বাস: বহুদিন ধরে পথকুকুর নিয়ে সমস্যার কথা উঠে আসছে। কেউ কুকুর পথে রাখতে চাইছে না, আবার অনেকেই সেই পথকুকুরদের পাশে এসে দাঁড়াচ্ছে।দেশজুড়ে পথকুকুর ও রাস্তার গবাদি পশু সংক্রান্ত বিতর্কে এবার বড় সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের আশেপাশে থাকা সমস্ত রাস্তার কুকুর দ্রুত সরাতে হবে। আদালতের তিন সদস্যের বেঞ্চ—বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এন.ভি. আঞ্জারিয়া—স্পষ্টভাবে জানিয়েছেন, একবার ধরা পড়া কুকুরের বন্ধ্যাকরণ (Sterilization) শেষে তাদের আগের জায়গায় ফেরানো যাবে না। এই নির্দেশের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা পথকুকুর সমস্যা…