দুবেলা, রিয়া বিশ্বাস: রাজ্যজুড়ে SIR প্রক্রিয়া নিয়ে তীব্র বিতর্কের মাঝেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। বুধবার ঠাকুরবাড়ি জুড়ে রাসের আবহ চলছে। এদিন সকাল থেকেই ভোটাধিকার রক্ষার দাবিতে ঠাকুরবাড়ির প্রাঙ্গণে শুরু হয়েছে আমরণ অনশন। আন্দোলনের নেতৃত্বে রয়েছেন মমতাবালা ঠাকুর, সঙ্গে রয়েছেন মতুয়া মহাসংঘের একাধিক সদস্য ও সমর্থক। অনশনকারীদের অভিযোগ, SIR-এর মাধ্যমে উদ্বাস্তু হিন্দু বাঙালিদের নাম ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাঁদের বক্তব্য, “আমরা এই দেশের নাগরিক। স্বাধীনতার এত বছর পরেও যদি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে, সেটা অন্যায়।” মমতাবালা ঠাকুর অনশন মঞ্চ থেকে বলেন, “আমরা এই দেশের সন্তান।…
