দুবেলা, রিয়া বিশ্বাস: বর্তমানে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনার ছাপ।জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সারা দেশজুড়ে শুরু হয়েছে এসআইআর (সিস্টেমেটিক ইলেকটোরাল রোল রিভিশন) প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোটার তালিকা পর্যালোচনার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে এই প্রক্রিয়াকে ঘিরেই উদ্বেগ ও আশঙ্কা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। মামলাকারীর দাবি, এসআইআর প্রক্রিয়া যথাযথ তথ্য ও সচেতনতা ছাড়া শুরু হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, নাম বাদ পড়লে ভবিষ্যতে নাগরিকত্ব…
