দুবেলা, রিয়া বিশ্বাস: দীপাবলির আলোয় আরও এক নতুন সুখবর দ্বিতীয়বার বাবা হচ্ছেন রামচরণ।দক্ষিণী সুপারস্টার রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা কমিনেনি দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন। বৃহস্পতিবার উপাসনা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এই সুখবরটি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ভিডিওটিতে দেখা গিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে উপাসনা ও রামচরণ। “আমাদের পরিবার আরও বড় হতে চলেছে” এমনই মিষ্টি বার্তায় ভরে উঠেছে তাঁদের পোস্ট। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সেই ভিডিও, শুভেচ্ছায় ভেসে যান এই তারকা দম্পতি। উল্লেখ্য, রামচরণ ও উপাসনা ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালে জন্ম নেয়…
