দুবেলা, রিয়া বিশ্বাস: কালীপুজোর পরদিনই বাঙালির ঘরে আসে ভালোবাসা ও স্নেহে ভরা এক বিশেষ উৎসব ভাইফোঁটা। এই দিনটি শুধু ধর্মীয় বা সামাজিক উৎসব নয়, বরং ভাই-বোনের সম্পর্কের গভীরতার এক প্রতীক। আজ সকাল থেকেই রাজ্যজুড়ে ভাইফোঁটার উৎসব পালিত হচ্ছে আনন্দ ও উচ্ছ্বাসে। শহর থেকে গ্রাম প্রায় সব জায়গায়ই দেখা গেছে উৎসবের সাজ, হাসি-খুশিতে ভরা পরিবেশ। সকাল থেকেই বোনেদের হাতে সাজানো ফোঁটার থালা। থালায় সাজানো থাকে চন্দন, ধান, দূর্বা, মিষ্টি আর প্রদীপ। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বোনেরা প্রার্থনা করে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায়। ফোঁটার পর ভাইয়ের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়,…
