রাজধানীতে সাংসদদের ফ্ল্যাটে দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

দুবেলা, রিয়া বিশ্বাস: রাজধানী নয়াদিল্লিতে সংসদ ভবনের অদূরে অবস্থিত ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বহুতল ভবনটি মূলত রাজ্যসভা ও লোকসভার সদস্যদের জন্য বরাদ্দ সরকারি আবাসন হিসেবে ব্যবহৃত হয়। আগুন লাগার পর মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র এলাকা, চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নির্দিষ্ট সময় দমকল না আসায় বিক্ষোভ দেখায় বাসিন্দারা। দমকল সূত্রে জানা যায়, দুপুর ১টা ২২ মিনিট নাগাদ আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টি ইঞ্জিন পাঠানো হয়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর পাওয়ার পরও প্রায় আধঘণ্টা দেরিতে পৌঁছায় দমকলের ইঞ্জিনগুলি। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে ভবনের স্টিল্ট…