জনপ্রিয় গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রয়াত

দুবেলা, রিয়া বিশ্বাস: সঙ্গীতজগতের আকাশে নেমে এল শোকের ছায়া। ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ আর নেই। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিক দুর্ঘটনার কবলে পড়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। সিঙ্গাপুরে চলছিল North East India Festival। সেই উপলক্ষে তিনি সেখানেই অবস্থান করছিলেন। আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই অবসরে স্থানীয় কয়েকজনের সঙ্গে তিনি সমুদ্রভ্রমণে বের হন। সেখানে স্কুবা ডাইভিংয়ের সময় হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে জলের বাইরে তোলা হয় এবং CPR প্রয়োগ করা হয়। পরে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এ…