জন্মাষ্টমীতে ভারত মাতার স্লোগান দেওয়ায় মিম, পাল্টা জাহ্নবির জবাব

দুবেলা, রিয়া বিশ্বাস: বলিউডের সেরা তারকাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রীতি জন্মাষ্টমীর দিন মুম্ম্বাইয়ে আয়োজিত হয়েছিল ধুম ধাম করে ‘দহি হাণ্ডি’র অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। আর সেই অনুষ্ঠানেই ‘ভারত মাতার জয়’ ধ্বনি দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। হাজার হাজার ভক্তের ভিড়, ঢাকঢোলের তালে তালে উৎসবের রঙে মেতে উঠল শহর। ঠিক এই সময় অভিনেত্রী জাহ্নবী উপস্থিত ছিলেন এই বিশেষ আয়োজনে। হান্ডি ভাঙার মুহূর্তে ভিড়ের মধ্যে হঠাৎই গর্জে উঠল “ভারতমাতার জয়! ভারতমাতার জয়!” স্লোগান দিল অভিনেত্রী।সেই স্লোগানের প্রতিধ্বনি ভাসছিল চারদিক জুড়ে। এই স্লোগানে তাঁকে ঘিরে একাধিক মিম…